Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

গফরগাঁওয়ে মোটরসাইকেল এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২

গফরগাঁওয়ে মোটরসাইকেল এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নি'হ'ত ২

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা গফরগাঁও টু ময়মনসিংহ সড়কের চারিপাড়া বটতলা এলাকায় ৫:৩০ মিনিটে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়েছে।

জানা যায় নিহত, আলফাজ(১৫) পিতা রিয়াজউদ্দিন, গ্রাম: চারিপাড়া। আকাশ(১৮) পিতা আব্দুলকাদের, গ্রাম: চারিপাড়া।

গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাঃ তুষার বলেন, চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ থেকে ফিরে আসা এ্যাম্বুলেন্সের সাথে দুই বন্ধু আলফাজ, আকাশ, মোটরসাইকেলে ধলা অভিমুখে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হলে এম্বুলেন্স উল্টে রাস্তার পাশে ফসলি জমিতে পড়ে যায় অন্যদিকে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয় অন্য আরোহী আকাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভার পালিয়েছে বলে জানা যায়।

আব্দুল হালিম/এস আই আর

Exit mobile version