Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ছাত্র-জনতার ওপর গুলি করা অনি গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি করা অনি গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনি।

ময়মনসিংহ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার অনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (রোববার) রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Exit mobile version