বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধ্বীন নিগোয়ারী ইউনিয়নে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের এক শালিস বৈঠকে হামলার খবর পাওয়া গেছে। গত শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিগোয়ারী ইউনিয়নের পল্টনমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাগলা থানার সহিদনগর এলাকার মৃত নয়ন মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার (১৩) এবং সাধুয়া এলাকার জহিরুল ইসলামের ছেলে মমিন মিয়ার (২০) দীর্ঘদিনের প্রেমঘটিত কারনে দুইজন পালিয়ে যাওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই পরিবারে দ্বন্দ্বের মীমাংসার জন্য পল্টন এলাকায় ওয়াল্টন শো-রুমের একটি দোকানে বৈঠক করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের নেতারা।
এমতাবস্থায় সালিশ শেষ হওয়ার এক পর্যায়ে পার্শবর্তী এলাকার মোমেন মন্ডলের নেতৃত্বে তাজলু বেপারী, নজরুল শেখ, মনির শেখ ও ওয়াদুদ শেখসহ ৫/৬ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালায় এবং বাদী বিবাদী দুই পরিবার কে আটক করে। তবে কর্মসংস্থানের কারনে দুইটি পরিবারই বর্তমানে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এবং কেওয়া এলাকায় বসবাস করেন। পরে পাগলা থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জনগন হামলাকারীদের ভয়ে আতংকিত অবস্থায় দিনপার করছে। এই এলাকায় মাঝে মধ্যেই তারা এমন ঘটনা সৃষ্টি করে বলে এলাকাবাসী সূত্রে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের গফরগাঁও উপজেলা সভাপতি শাহজাহান মন্ডল জানান, আমি এই অপ্রত্যাশিত ঘটনার নিন্দা জানাই। এর মাধ্যমে মানবাধিকারকে লাঞ্ছিত করা হয়েছে বলে আমি মনে করি এবং আমি তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করি। তিনি আরো বলেন ইতিমধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উর্ধ্বতন নেতাদেরকে অবগত করা হয়েছে।
আব্দুল হালিম/এমএ