Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মার্কেটের সামনে বাজার এলাকা থেকে গতরাতে ছাব্বির নামের এক যুবককে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃত ছাব্বির হোসেন (২৫) উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ছোটো আখিড়া গ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম বলেন, গতকাল রাত্রী কালীন দায়িত্ব পালন কালে গোপন সংবাদ মাধ্যমে জানতে পাই অস্ত্র নিয়ে অপরাধ সংঘটিত করার জন্য এক যুবক উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মার্কেটের সামনে বাজার এলাকায় ঘোরাঘুরি করছে। তৎক্ষনাৎ উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার বলেন, বার্মিজ চাকুসহ গ্রেপ্তারকৃত আসামি ছাব্বিরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে

আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর

Exit mobile version