Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আদমদীঘিতে মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: জনতার বার্তা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরৎ পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ওস্তাপাড়া মহল্লা থেকে বুধবার দিবাগত রাতে মুক্তার নামের এক মাদক কারবারিকে ৫২ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৪ জুলাই) পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত মুক্তার হোসেন (২৫) উপজেলা নশরৎপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ওস্তাপাড়া মহল্লার শাজাহান মোল্লার ছেলে। আজ দুপুরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় উপজেলার নশরৎপুর ইউনিয়নের কুমার গাড়ী ওস্তাপাড়া মহল্লার রাস্তার পাশে ফাঁকা জায়গায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মুক্তারকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৫২ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত আসামি মুক্তারের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর

Exit mobile version