Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সান্তাহারে শ্রমিক সংগঠনের অনুদান প্রদান

সান্তাহারে শ্রমিক সংগঠনের অনুদান প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া জেলা বেবী ট্যাক্সী, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ১৪জন সদস্যকে মেয়ের বিবাহ উপলক্ষে কন্যা অনুদান প্রদান করা হয়েছে।

আজ (৩০ অক্টোবর) বুধবার সকাল এগারো ঘটিকার সময় সান্তাহার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম-আহব্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক মাহমুদুল আলম, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, শ্রমিক নেতা আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, জুয়েল হোসেন আরো অনেক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রমিক সংগঠনের ১৪জন সদস্যদের মাঝে মেয়ের বিবাহ উপলক্ষে কন্যা অনুদান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

আবু বকর সিদ্দিক বক্কর/এমএ

Exit mobile version