আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার ভাড়া বাসায় বসবাসরত রাজিয়ার হত্যাকারী পলাতক স্বামী রশিদকে গতকাল বিকেল সাড়ে তিন ঘটিকার সময় গাজীপুর জেলার সদর থানার সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া ইউনিয়নের খাড়িয়া নিশিন্দারা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী নিহত রাজিয়ার মা মর্জিনা বেগম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তারপর থেকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিহতের পলাতক স্বামী আব্দুর রশিদকে গ্রেপ্তারের জোর তৎপরতা চালানো হয়। তারই ধারাবাহিকতায় র্যাব-১২ সিপিএসসি বগুড়া এবং র্যাব-৪ সিপিসি-২ নবীনগর-সাভার, ঢাকার যৌথ অভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন সালনা বাজারের কাঁথারা এলাকা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিন ঘটিকার সময় রশিদ কে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে স্বামী রশিদের বটির কোপে নিহত রাজিয়ার হত্যাকারী পলাতক স্বামী আব্দুর রশিদ (৫৫) চাপাইনবয়াবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার শ্রীকান্দর,গুচ্ছ গ্রামের বদিউজ্জামানাের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, র্যাবের যৌথ অভিযানে গতকাল গাজীপুর থেকে গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি আব্দুর রশিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আদমদীঘি থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আবু বকর সিদ্দিক বক্ক/এমএ