আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের মুরইল বাসস্ট্যান্ডের নিকটে জয় ফিলিং স্টেশনের সামনে গতকাল রাতে সড়ক দূর্ঘটনায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক মুনজুরুল ইসলাম প্রামাণিক নিহত হয়েছেন।
দৈনিক ভোরের কাগজ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি নিহত মুনজুরুল ইসলাম প্রামাণিক (৫৬) আদমদীঘি সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামের পশ্চিম পাড়া মহল্লার মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, নিহত সাংবাদিক মনজুরুল ইসলাম রাতে নিজ গ্রামে পিকনিক খেয়ে প্রতিবেশী জামাই আতোয়ার হোসেনকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী এলাকা সাহার পুকুর নামক স্থানে রাখতে গিয়েছিলেন। গতরাত সাড়ে এগারো ঘটিকার সময় ফেরার পথে মুরইল বাসস্ট্যান্ড পার হয়ে জয় ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর ভারী অজ্ঞাত কোনো পরিবহনের ধাক্কায় ছিটকে পরে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রাম উজ্জ্বলতায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নিহত মনজুরুল ইসলামের ছেলে মুরসালিন বলেন, তার বাবা সড়ক দূর্ঘটনায় নিহত হয়নি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যা রহস্য উদঘাটন করে খুনিদের শাস্তির জোর দাবি জানান।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দূর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। সিসি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা করা হচ্ছে তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পুরো ঘটনাটি পরিস্কার ভাবে বোঝা যাবে।
আবু বকর সিদ্দিক বক্কর/এমএ