বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

ভাষা দিবসে রেলওয়ে থানার উপহার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহহীন আমজাদ হোসেনের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

আজ (২১ ফেব্রুয়ারি) বুধবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় সান্তাহার রেলওয়ে থানার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহহীন আমজাদ হোসেনকে অনুদান হিসেবে এক ব্যান্ডিল ঢেউ টিন প্রদান করেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোক্তার হোসেন। 

হতদরিদ্র গৃহহীন আমজাদ হোসেন (৫২) উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মোমেন উদ্দিনের ছেলে। 

আমজাদ হোসেন বলেন, আমার নিজস্ব কোনো বাড়িঘর না থাকায় দীর্ঘদিন যাবত আমি রেলওয়ের জরাজীর্ণ একটি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করি। বাড়িটি ভাঙাচুড়া হওয়ার কারণে বর্ষাকালে বৃষ্টির পানি পরে। সান্তাহার রেল স্টেশনে ঘুরে ঘুরে মানুষের কান পরিস্কার করে আমি যে অর্থ পাই তা দিয়ে কোনো রকমে আমার দিন যায়। ঘরের টিন কিনে মেরামত করার সামর্থ আমার নাই। এই খবর জিআরপি থানার ওসি স্যারের কানে গেলে স্যার নিজে আমার কাছে এসে সবকিছু দেখে শুনে তিনি আমাকে বাড়িটি মেরামত করার জন্য এক ব্যান্ডিল ঢেউ টিন দেন। ২১ ফেব্রুয়ারির দিনে টিন গুলো পেয়ে আমি ভিষণ খুশি। আমার অনেক উপকার হলো। স্যার ভালো মানুষ আমি তাঁর জন্য দোয়া করি। 

 সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ব্যক্তিগত ভাবে আমজাদকে চিনি। সে প্লাটফর্মে ঘুরে ঘুরে মানুষের কান পরিস্কার  করা অর্থ দিয়ে পরিবার নিয়ে খুব কষ্টে সংসার চালায়। তার ঘরের এহেন দুরাবস্থার কথা শুনে আমার পক্ষ থেকে তাকে সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র।

আবু বকর সিদ্দিক বক্কর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর