আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে বারো ঘটিকার সময় আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়ে লেখাপড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ ভূমিকা রাখতে হবে। কারণ তোমরাই দেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তোমাদের ভূমিকা রাখতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। আর এ জন্য তোমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে লেখা পড়া করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছ থেকে শিক্ষা উপকরণ হাতে পেয়ে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। এ সময় স্কুলে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কোমলমতি শিশুদেরকে লেখা পড়ার প্রতি অধিক আগ্রহ সৃষ্টি করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষা উপকরণ বিতরণের এই ধারা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
আবু বকর সিদ্দিক/এমএ