Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সোনামসজিদের আশেপাশের কয়েক গ্রামের শতাধিক মুসল্লি এ নামাজ আদায় ও বৃষ্টির জন্য মোনাজাতে শামিল হন। নামাজে ইমামতি করেন পিরোজপুর গ্রামের মাওলানা হুমায়ুন আলী।

ঐতিহাসিক সোনামসজিদের ইমাম মাওলানা হিজবুল্লাহ বলেন, চলমান গরমে সাধারণ মানুষ প্রাণীকুল কষ্টে আছে, আমের গুটি ঝরে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না।

তিনি আরও বলেন, আমরা ইস্তিসকার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি।

হানিফ মেহমুদ/এস আই আর

Exit mobile version