Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে শরবত বিতরণ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন৷ এমন পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে শবরত বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখা।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সমানের সড়কে বিভিন্ন শ্রেণীপেশার দিনমজুরদের মাঝে এসব শরবত বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দ্য ফিউচার ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. মিনহাজ হক রনি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সোহান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাকিব হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিমুল ইসলাম নয়ন, নির্বাহী সদস্য সুমিম হাসান, সদর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান সোহেল, সাস্থ্য সম্পাদক আবু জার গিফারী, কলেজ শাখার সভাপতি আবু সাঈদসহ অন্যান্যরা।

স্বেচ্ছাসেবকরা জানান, এই প্রচন্ড গরমে আমাদের ক্ষুদ্র উদ্যোগ। সকল সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তারা। আগামীতেও এমন কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানান দ্য ফিউচার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

হানিফ মেহমুদ/এস আই আর

Exit mobile version