জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কয়লাবাড়ী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কয়লাবাড়ী গ্রামে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ রহনপুর ব্যাটলিয়ন। মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী এলাকার পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশী করে মাথায় করে নিয়ে যাওয়া একটি কার্টুনের ভেতর তল্লাশি চালিয়ে এসব অস্ত্র গুলি ও মাদক জব্দ করা হয়। হাতেনাতে আটক করা হয় শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের দিজেন কর্মকারের ছেলে প্রসেনজিৎ কর্মকার।
বিজিবি আরও জানায়, আটককৃত চোরাকারবারি, জব্দকৃত অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও মাদকসহ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে শিবগঞ্জ থানায়। গত এক বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন চোরাকারবারিসহ ২৪টি দেশী-বিদেশী পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলি এবং ৩৯টি ম্যাগাজিন আটক করেছে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়ন।
হানিফ মেহমুদ/এস আই আর