Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় আইনজীবী কারাগারে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আপন ভাইকে হত্যা মামলায় জেলা আইনজীবীর সদস্য অ্যাড. ইলিয়াস বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (১২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব এই নির্দেশ দেন। 

আইনজীবী ইলিয়াস বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে জবাই করে হত্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

জানা যায়, নিহত গোলাম মোর্শেদ মিলনের সঙ্গে তার বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল

এরই জের ধরে গতবছরের ০২ ফেব্রুয়ারী সকালে মিলনের ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। ইলিয়াস বিশ্বাসপরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার কর পরে ঘটনার দিন বিকেলে সদর মডেল থানায় ছেলে আইনজীবী ইলিয়াস বিশ্বাসসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন বাবা গোলাম মোস্তফা।

হানিফ মেহমুদ/এস আই আর

Exit mobile version