বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে মো.পায়েল আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ২৮ মে) সকল ৯ টার দিকে উপজেলার আড্ডা-যুগি বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত পায়েল গোমস্তাপুর উপজেলার আড্ডা যুুুগি বাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা বলেন, দিবাগত রাতে বসত ঘরে ঘুমিয়ে ছিল পায়েল। এসময় চিৎকার করে উঠে। পরে আমরা গিয়ে দেখি বিছানায় একটি বিষাক্ত সাপ। এসময় তাকে উদ্ধার করে কবিরাজের কাছে নিয়ে যায়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) রের্ফাড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান, রাতে পায়েলকে বিষাক্ত সাড়ে কামড় দেয়। পরে কবিরাজের কাছে নিয়ে গেছিলেন স্বজনরা। পরে সকাল ৯ টার দিকে আমাদের এখনে তাকে মৃত অবস্থান নিয়ে আসেন পরিবারের লোকজন ।

এ বিষয়ে জানতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর