Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলো শ্রমিকরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এলাকার একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। পরে তা পিটিয়ে মেরে ফেলে ওই বাগানের আমপাড়া শ্রমিকরা। সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের আম বাগানে ওই সাপটি দেখা যায়।

আম বাগানের মালিক মিজানুর রহমান বলেন, শ্রমিকরা বাগানে আম পাড়ছিল। এসময় হঠাৎ আমপাড়া শ্রমিকরা সাপটিকে দেখতে পায়। পরে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। তবে সাপটি কিভাবে এই এলাকায় এসেছে এবিষয়ে ধারণা নেই আমাদের। 

এবিষয়ে ভোলাহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিস কুমার দেবনাথ জানান, যেহেতু ভোলাহাটে মহানন্দা নদী রয়েছে, আবার এই নদীটির পদ্মা নদীর সাথে সংযোগ রয়েছে। তাই পদ্মা নদী হয়ে মহানন্দা নদীতে রাসেলস ভাইপার সাপ ভেসে আসতে পারে। আর সাপটি বরেন্দ্র অঞ্চলে আগে থেকেই ছিল। বর্তমানে সাপটি সারাদেশে ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোলাহাট উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, যেহেতু এই অঞ্চলটি ভারত সীমান্তঘেঁষা ও এই এলাকায় অনেক ঝোপঝাড় রয়েছে, তাই সেখান থেকেও রাসেলস ভাইপার আসতে পারে। নদী দিয়েও ভেসে আসতে পারে। এসময় তিনি কৃষকদের লাঠি হাতে নিয়ে ও রাতের বেলা টর্চ হাতে নিয়ে চলাচলেরও পরামর্শ দেন তিনি।

হানিফ মেহমুদ/এস আই আর

Exit mobile version