Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই কৃষক ও নারীসহ নি’হ’ত ৩, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই কৃষক ও নারীসহ নি'হ'ত ৩, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক ও এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। এছাড়াও বজ্রপাতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ও সন্ধ্যায় নাচোল ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এসব নিহতের ঘটনা ঘটে।

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামারজগদইল দিঘিপাড়ায় গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিননাতপুর গ্রামের মো. উজ্জ্বল (৬০), নাচোল সদর ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আমারকে কমলা রানী (৫০) নিহত হন। নিহতের মধ্যে উজ্জল ও ওসমান জমিতে কাজ করা অবস্থায় এবং কমলা রানী জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাত হলে মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা, আহত-নিহতের স্বজন, পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জমিতে ধান লাগানোর সময় বজ্রপাত হলে নিহত হয় কৃষক উজ্জল। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এসময় আরও ৬ জন কৃষক আহত হয়৷ তারা নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

একই সময়ে নাচোল উপজেলার ঝলঝলিয়া গ্রামে জমিতে কোদাল কোপানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় ওসমান আলী। তিনি একই এলাকার মো. আখের কারী সাহেবের ছেলে।

অন্যদিকে, জমিতে কাজ করে ফেরার সময় সন্ধ্যায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আমারক গ্রামের পরেশ রায়ের স্ত্রী কমলা রানী। এসময় আরও ৩ জন আহত হয়। আহতের মধ্যে ইন্দ্রজিত রায়ের স্ত্রী সবিতা রানী ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়াও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর এলাকায় বজ্রপাতে আহত হন তরিকুল ইসলাম নামের এক যুবক। তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আহত যুবক।

হানিফ মেহমুদ/এস আই আর

Exit mobile version