Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রাসুল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিজেপির সাংসদকে গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

রাসুল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিজেপির সাংসদকে গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

ছবি: জনতার বার্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা।

শুক্রবার বাদ জুমা জেলা শহরের শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসূল সা:-এর নামে কটূক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আরও বলেন, রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রাসূল সা:-এর নামে জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ রানে। এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। নিতেশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে। আগামীতে ভারতীয় দূতাবাস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Exit mobile version