Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার। ছবি: হানিফ মেহমুদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি পুকুর থেকে নেপাল টপ্পো নামে ৫ বছরের এক আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪ দিন পর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ-বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত শিশু নেপাল টপ্পো ওই গ্রামের আদিবাসী দুলাল টপ্পোর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের পুকুরে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরো বলেন, গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায় শিশু নেপাল। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে। 

মো:হানিফ মেহমুদ/এমএ

Exit mobile version