শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আর এতে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা সেবার জন্য ভর্তি করা হয়েছে। নিহত আব্দুস সাত্তার (৫০) বেগপুর এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার।

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার জগদিশপুর মৌজার খাস জমি দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকে রফিকুল ইসলাম ও সাইদুর রহমান গ্রæপের লোকজনের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরে ওই জায়গা দখলে নেয়ার জন্য উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেও প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা প্রদাণ করেন। তবে তাদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

স্থানীয়রা আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান আব্দুস সাত্তার। বাকি ৫ জন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, খাস জমি দখলকে কেন্দ্র করে রফিকুল ও সাইদুর দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি মাষ্টার রফিকুল ইসলাম গ্রæপের লোক। এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করতে না পারলেও জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

মো:হানিফ মেহমুদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর