Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাড়ে তিন লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাড়ে তিন লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার

ফেনসিডিল সহ আটক যুবক। ছবি : জনতার বার্তা

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার ও বৃহস্পতিবার জেলার শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এবং মনাকষা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে ৫৩ ও ৫৯ বিজিবি। অভিযানে ৪৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জানান, চোরাকারবারীর মাধ্যমে ভারত হতে বাংলাদেশে ফেনসিডিল আনার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির নায়েক সিগ. মো. নূরুল হোদার নেতৃত্বাধীন একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের সইমুদ্দির বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বস্তায় ভরে জড়ো করে রাখা ৩ লক্ষ ১৫ হাজার ২ শত টাকার ৩৯৪ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার সকাল ৮টায় একই উপজেলার মনাকষা ইউনিয়নের রাগববাটি গ্রামে অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় উপজেলার সাহাপাড়া এলাকার পন্ডিতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহারুল ইসলামকে (৩০) ৪০ হাজার টাকার ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।

এদিকে আসামীসহ ফেনসিডিলসমূহ মামলা দায়েরের মাধ্যমে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

/এমএ

Exit mobile version