Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

ছবি: জনতার বার্তা

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বুধবার (১ জানুয়ারী) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমান।

এ সময় তিনি জানান, প্রচন্ড শীতে উপজেলার অসহায় দরিদ্র খেটে-খাওয়া ছিন্নমূল মানুষেরা দারুন কষ্টে দিন যাপন করছেন। তাদের কথা ভেবেই গত ৫ দিনে শিবগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে বলে তিনি জানান। এর আগে দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আহসান হাবীব, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম আর্মি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক  জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ

Exit mobile version