Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ, বিজিবি আহত

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ, বিজিবি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে ভারতীয়রা। তাদের অবস্থান টের পেয়ে জড়ো হয় বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়দের জড়ো করেন। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। শেষ খবর বিকাল ৩টা পর্যন্ত থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

Exit mobile version