বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

ভোলাহাটে নিখোঁজের ১০ দিন পর শিশু আরিফার বস্তাবন্দি লাশ উদ্ধার

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দশ দিন পর আরিফা আক্তার নামে আট বছরের শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরের কাছ থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। শিশু আরিফা ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো. আহসান আলীর মেয়ে। 

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলা করার সময় একই জায়গা থেকে নিখোঁজ হয় শিশু আরিফা এনিয়ে শিশুটির পিতা আহসান আলী মেয়ের সন্ধান চেয়ে ওই দিনই ভোলাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শিশুর বস্তাবন্দী গলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে কেউ হত্যা করে মরদেহ ফেলে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আহসান আলীর কন্যা আরিফার হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর