হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত বরণ করেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে বুধবার (১৪ ফেব্রæয়ারী) বেলা ১১টায় পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত বিদ্যালয়টির প্রাঙ্গণে এক আলোচন সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া ও চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা কোন অভিশাপ নয়। তারা এই সমাজেরই একজন। তাদেরও আর দশ জনের মতো করে ভালোভাবে হেঁসে খেলে বেড়ে ওঠার অধিকার আছে। তারা আমাদেরই ভাই বোন সন্তান। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছেন।
পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক মো. শাহ আলম, হাসান প্রি ক্যাডেট স্কুলের পরিচারক আব্দুল্লাহ হাসান বাবি, নিলয় কমিটির সহ-সভাপতি আফসানা খাতুন, স্বনির্ভর এনজিওর পরিচালক আব্দুর রহিমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উৎসবে দেশীয় বিভিন্ন প্রকারের ৬৯ টি পিঠা প্রদর্শণ করেন শিক্ষার্থীরা।
এসএ