হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতায়ধীন ৮টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া পাইকোড়তলা মোড়ে এসব সড়কের কাজের উদ্বোধন করা হয়। এই ৮টি সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৮৫২ টাকা। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরআরপি শীর্ষক প্রকল্পের চতুর্থ প্যাকেজের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্যাকেজের আওতায় ১.৫৮০ কিলোমিটার রাস্তা ও ১৫৬ মিটার ড্রেন নির্মাণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল ওদুদ। সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসএ