বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রা শুরু করল ইলামিত্র সংগ্রহশালা

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, যাত্রা শুরু করল ইলামিত্র সংগ্রহশালা।

শনিবার দুপুরে এ সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মহাম্মদ হুমায়ূন কবীর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তরা।

নাচোলে যাত্রা শুরু করল ইলামিত্র সংগ্রহশালা

এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ইলামিত্র সম্পর্কে সবাই জানার সুযোগ করে দিতেই এ সংগ্রহ শালাটি গড়ে তোলা হয়েছে। এটিকে গিরে আমাদের আরো পরিকল্পনা রয়েছে। সেই সাথে পাঠ্যবইয়ে ইলামিত্রকে তুলে ধরার বিষয়েও উদ্যোগ নেওয়ার হবে বলে জানান মন্ত্রীপরিষদ সচিব।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে, নাচোল উপজেলার রাওতাড়া গ্রামে ইলামিত্র মঠের পাশেই মাটির দ্বিতল ভবনে গড়ে তোলা হয়েছে ইলামিত্র সংগ্রহশালা। সেখানে স্থান পেয়েছে ইলামিত্রের তেভাগা আন্দোলন সহ বিভিন্ন ইতিহাস, ইলামিত্রর বিভিন্ন সময়ের স্থিরচিত্র।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর