বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন আলী তেররশিয়া গ্রামের মৃত আব্দুল বাসেদ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মিন্টু রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। মোটরসাইকেলটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর