Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধামইরহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হকের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে অবসর প্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হক আর নেই। ইন্নালিল্লাহে…. রাজেউন। ৫ এপ্রিল সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর, তিনি স্ত্রীসহ ১ ছেলে ও মেয়ে এবং ২ ভাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

মৃতের ভাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল জানান, তার বড় ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য চকবদন গ্রামের মৃত শফিকুর রহমান মাস্টারের ছেলে ওবায়দুল হক শুক্রবার ইফতারের পূর্বে বুকে ব্যথা অনুভব করেন এবং তার পরপরই আকস্মিক মৃত্যুবরণ করেন। ৬ এপ্রিল বেলা ১১ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাযায় এলাকার সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো: এ কে নোমান/এস আই আর

Exit mobile version