Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সরকারি-বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ শিক্ষক-শিশুসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র আয়োজনে গতকাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী কার্যক্রমের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ভারপ্রাপ্ত ম্যানেজার নাথন চৌকিদার।

ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করতেই এই কমিউনিটি কনসাল্টেশনের আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্যে কমিউনিটি কন্সাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন ভারপ্রাপ্ত এপি ম্যানেজার নাথন চৌকিদার।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরি, আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, আগ্রাদ্বিগুন ইউপির প্যানেল চেয়ারম্যান এনামুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি প্রজেক্ট অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ।

মো: এ কে নোমান/এস আি আর

Exit mobile version