Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধামইরহাটে আইএফসি ব্যাংকের উদ্যোগে মধুমাস উৎসব

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মধুমাস উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় নুরজাহানের শপিং মলে আইএফআইসি ব্যাংক কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। ব্যাংকের প্রদেয় বিভিন্ন সেবা এবং গ্রাহকদের সুবিধা সমুহ তুলে ধরেন উপশাখা ব্যপস্থাপক স্বাগত ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি অফিসার ফারেস আব্দুল্লাহ, মার্কেটিং এন্ড সেলস অফিসার রাফিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, সাখাওয়াত হোসেন সাগর, রঞ্জিত সাহা, জয় সাহা, জাইদুল হোসেন সহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।

মধুমাস উৎসবে আম, কাঁঠাল, ন্যাশপাতি, ড্রাগন, পেয়ারা, কলা,আপেল, মালটা লটকন সহ বিভিন্ন প্রজাতির মধু ফল আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

মো: এ কে নোমান/এস আই আর

Exit mobile version