Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার ২৯ জুলাই জাতীয় ক্রীড়া সংস্থার অনুষ্ঠিত ২১তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে ৪ বছর মেয়াদি (২০২৪-২০২৮) পর্যন্ত এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা খাতুন। এবং মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মিনহাজুল হক শিবলী নির্বাচিত হন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে পৌর মেয়র আমিনুর রহমান, ওসি বাহাউদ্দীন ফারুকী, (বিপিএম,পিপিএম), সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, অতিরিক্ত সহ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, ইয়ামিন সরকার এবং কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক। এছাড়া অন্যতম সদস্যদের মধ্যে রয়েছেন, তমা আকতার, আবু হানিফ, নিরব চন্দ্র মন্ডল প্রমুখ।

ক্রীড়া সংস্থার নতুন কমিটি উপজেলার ক্রীড়া উন্নয়নে এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এলাকার ক্রীড়াপ্রেমীরা। নতুন কমিটি নতুন উদ্যমে ক্রীড়া সংস্থার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলেও আশা প্রকাশ করেন ক্রীড়া প্রেমী ও সচেতন মহল।

মো: এ কে নোমান/এস আই আর

Exit mobile version