সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

নওগাঁয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২ দিকে শহরের কেডির মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এর আগে নওগাঁ শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হতে থাকেন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় জেলা স্বেচ্ছাসেবক দলের  সিনিয়র সহ-সভাপতি  শহিদুল ইসলাম পবলু, সহ- সভাপতি আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ন-সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গুলজার, সদস্য সচিব এরশাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামাল, সদস্য সচিব মানিক।

এছাড়াও কেন্দ্রীয় বিএনপি’র সহ সমবায় বিষয়ক সম্পাদক মো: নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, যুগ্ন-আহব্বায়ক শেখ রেজু, শহিদুল ইসলাম টুকু, বেলাল হোসেন, মামুনুর রহমান রিপন, শফিউল আজম, ভিপি রানা সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর