Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁর রানীনগরে ঝুঁকিপূর্ণ স্থানে ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁর রানীনগরে ঝুঁকিপূর্ণ স্থানে ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি: জনতার বার্তা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার রানীনগর উপজেলার কুজাইল বাজারে সরকারি নির্ধারিত জরিপকৃত জায়গায় ভবন নির্মাণ না করে ঝুঁকিপূর্ণ নদীর ধারে ভবন নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুজাইল বাজার মোড়ে ভুক্তভোগী ব্যবসায়ী এবং স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। ব্যানারে সচেতন এলাকাবাসী ও ব্যবসায়ীদের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে বক্তৃতা রাখেন স্থানীয় সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল ইসলাম, আব্দুস সালাম এবং রওশন আরা।

বক্তারা জানান, গ্রামীণ হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুজাইল বাজারের জন্য নির্ধারিত জায়গায় মাটি পরীক্ষাসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবুও একটি বিশেষ মহল ভবন নির্মাণের পরিকল্পনাটি নদীর ধারে ঝুঁকিপূর্ণ স্থানে সরিয়ে নিতে চক্রান্ত করছে। এতে করে অন্তত ৪০টি দোকানঘর ভাঙার ঝুঁকি রয়েছে, যা প্রায় এক শতাধিক পরিবারের জীবিকা হুমকির মুখে ফেলবে।

এ বিষয়ে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, সরকারি জরিপ অনুযায়ী নির্ধারিত জায়গায়ই ভবন নির্মাণ করা হবে এবং এটি অন্য স্থানে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই।

মো: এ কে নোমান/এস আই আর

Exit mobile version