Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁয় মসজিদ ভেঙে উকিলদের চেম্বার নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁয় মসজিদ ভেঙে উকিলদের চেম্বার নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

ছবি: জনতার বার্তা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কোর্ট ভবনের জামে মসজিদ ভেঙে উকিলদের চেম্বার নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ কোর্ট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মুহম্মদ আশরাফুল ইসলাম। সেখানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নওগাঁ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ নূর মনিনূল হক, মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, মুফতি মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন ও মাওলানা মুহাম্মদ শাহেদ আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “মসজিদ ভেঙে উকিলদের চেম্বার নির্মাণের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এটি বাস্তবায়ন করার চেষ্টা করা হলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কোর্ট ভবন নির্মাণের পর থেকে মসজিদটি ব্যবহার করে প্রায় ৮০ শতাংশ মানুষ নামাজ আদায় করে আসছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল মসজিদ ভেঙে উকিলদের চেম্বার নির্মাণের পরিকল্পনা করছে, যা মেনে নেওয়া হবে না।”

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ পাঁচটি দাবি তুলে ধরেন এবং দ্রুত দাবি পূরণের আহ্বান জানান।

মো: এ কে নোমান/এস আই আর

Exit mobile version