Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

ছবি: জনতার বার্তা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যা শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। এমনকি হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ এবং প্রতিযোগিতার প্রতি তাদের আগ্রহ লক্ষ্যণীয় ছিল। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রকিব এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্কিটেকচার ডিপার্টমেন্টের ক্রাফট ইন্সট্রাক্টর মাহমুদুর রহমান রাব্বি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শাহী জামে মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মো. আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, কর্ম এবং মানবতার প্রতি তাঁর অবদানের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য শ্রেষ্ঠ উদাহরণ। তার শিক্ষা ও আদর্শ আমাদের সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জনাব আই.জি. মাহমুদ, নন-টেক চিফ ইনস্ট্রাক্টর খন্দকার সোহেল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর মাহবুবুল আলম, ফুড টেকনোলজি ডিপার্টমেন্টের চিফ ইনস্ট্রাক্টর আব্দুল্লাহ আল মামুন, নন-টেক ইন্সট্রাক্টর নজরুল ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ইন্সট্রাক্টর আরিফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তিন জন শিক্ষককে সন্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নবী করিম (সা.) এর জীবন এবং তাঁর আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা জাগিয়ে তুলতে বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: এ কে নোমান/এস আই আর

Exit mobile version