Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁর মহাদেবপুরে সম্প্রীতি ও শান্তি সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে সম্প্রীতি ও শান্তি সভা অনুষ্ঠিত

ছবি: জনতার বার্তা

নওগাঁ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সাথে সহবস্থান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষক দলের উদ্যোগে মতবিনিময়, সম্প্রীতি ও শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়ন শাখার আয়োজনে গাহলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক দলের হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মণ এবং কৃষক দলের হাতুড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম।

অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই ধরনের সভার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মোঃ এ কে নোমান/এস আইআর

Exit mobile version