Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁয় আম গাছ কেটে ফেলার প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নওগাঁয় আম গাছ কেটে ফেলার প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জোরপূর্বক আম বাগান দখল করে গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একজন ফল ব্যবসায়ী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন গ্রন্থাগারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন ভুক্তভোগী আলহাজ্ব আবুল হোসেন। তিনি ঢাকার সাভারের জালেম্বর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ফল ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠান “দেওয়ান এন্টারপ্রাইজ” নামক কোম্পানির মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে আবুল হোসেন জানান, ১২ বছর আগে এক বন্ধুর মাধ্যমে তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রাম মৌজায় ৪ দশমিক ৩২ একর জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর সেখানে ১,২০০টি আম গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত ভোগদখল করে আসছিলেন। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর হঠাৎ ২০-২৫ জন যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাগানে প্রবেশ করে এবং ৮০০টিরও বেশি আম গাছ কেটে ফেলে।

তিনি আরও জানান, তার বাগানের বর্গাদার আব্দুস সামাদ ঘটনাটি ঠেকানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এই হামলায় তার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আবুল হোসেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মো: এ কে নোমান/এস আই আর

Exit mobile version