Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আত্রাইয়ে জাতীয় ‘পথশিশু দিবস’ পালিত

আত্রাইয়ে জাতীয় ‘পথশিশু দিবস’ পালিত

ছবি: জনতার বার্তা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ছায়াপথ’।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গান্ধী মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানটির। যার মূল অংশে ছিল ‘পথশিশুদের কন্ঠে কবিতা আবৃত্তি’, ‘রঙ তুলিতে আঁকা ছবি’, ‘কেক কাটা’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. আশিষ কুমার, ডা. আতাউল হক, ডা. আল-আমিন, মোয়াজ্জেম মিঠু, আমানুল্লাহ ফারুক (বাচ্চু), রিমন মোর্শেদ, ডলার, চঞ্চল, রাকিব শুভ, পৈসাওতা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মাহাফুল, আতিক প্রমূখ।

গোলাম রাব্বানী/এমএ

Exit mobile version