নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় ১৩ অক্টোবর রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের নেতৃত্বে র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকির আলম।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে সহায়তা করেন এবং গ্যাসের চুলায় অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে তা নেভাতে হয়, তার বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। উপস্থিত নারী-পুরুষদের কৌশল শেখানো হয় এবং তারা প্রশিক্ষিত পদ্ধতিতে আগুন নিভিয়ে দেখান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন বলেন, “আগুন ও পানি আমাদের নিত্যপ্রয়োজনীয় উপকরণ হলেও এদের সঠিক ব্যবহারের অভাবে তা দুর্যোগের কারণ হতে পারে। মানবসৃষ্ট দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করা প্রতিটি মানুষের জানা জরুরি। যদিও প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিকম্প, জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় দমন করা সম্ভব নয়, তবে প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ধামইরহাট কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী এবং পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ল্ড ভিশনের কর্মীবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জনগণকে দক্ষ করে তোলার আহ্বান জানানো হয়।
মো: এ কে নোমান/এস আই আর