Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁর মান্দায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর মান্দায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরেক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের চোঁয়াপুর ও শনিবার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু মরিয়ম খাতুন (০৬) রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও শিশু শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ রিমা আক্তার (১০) একই গ্রামের জাহিদ হোসেনের মেয়ে। তারা সম্পর্কে খালাতো বোন।

অন্যদিকে নিহত রিয়া মনি (১০) মান্দা উপজেলার চকরাজাপুর গ্রামের সুজাউদ্দৌলার মেয়ে ও চকরাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। শনিবার দুপুরে সমবয়সী দুই শিশুর সঙ্গে বাড়ির পাশে খালে গোসল করতে নেমে রিয়া মনি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খালের পানি থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত মরিয়মের খালু আলমগীর হোসেন জানান, শালিকা রেজিয়া খাতুন তার মেয়ে মরিয়ম ও আরেক ভায়রার মেয়ে রিমাকে নিয়ে গত বৃহস্পতিবার আমাদের বাড়িতে বেড়াতে আসে। রোববার বেলা ১০টার দিকে বাড়ির পাশে শিবনদে গোসল করতে গিয়ে মরিয়ম পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে রিমাও ডুবে যায়।
এসময় শিশু রায়হান ও মাহিমের চিৎকারে লোকজন নদের পানি থেকে মরিয়ম ও রিমাকে উদ্ধার করলেও মরিয়মকে বাঁচানো যায়নি। অসুস্থ রিমাকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোলাম রাব্বানী/এমএ

Exit mobile version