Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁ সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৪জন আটক

নওগাঁ সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৪জন আটক

মাদক সহ বিজিবি'র হাতে আটক ৪ চোরাকারবারি। ছবি: জনতার বার্তা

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁ সীমান্তে মাদক পাচার ও চোরাচালান রোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ৭টায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬০ নম্বরের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফায়ারডিল, ০৬ বোতল ভারতীয় মদ, দুটি পুরাতন মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ডসহ চারজন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারীরা হলেন মোঃ ফিরোজ হোসেন, যার পিতা মোঃ আজাহার আলী এবং বাড়ি পত্নীতলা উপজেলার পাটি আমলা গ্রামে। এছাড়া মোঃ মতিয়ার হোসেন, পিতা মোঃ তাজিম উদ্দিন, যার বাড়ি চকমুলী গ্রামে; শ্রী পাউলুস হাসদা, পিতা মৃত জিল্লু হাসদা, যার বাড়ি চক নন্দল গ্রামে; এবং মিঠু হাসদা, পিতা সরকার হাসদা, যিনি চক নন্দল গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর সিজার মূল্য ধরা হয়েছে ২,৯৯,০০০ টাকা। আটক চোরাকারবারীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আটক মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানের বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “নওগাঁ সীমান্তে মাদক পাচার, গরু পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। আমাদের প্রতিটি সদস্য দেশের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত। এমন অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি’র এমন উদ্যোগ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। স্থানীয় জনগণ বিজিবি’র এই কার্যক্রমের প্রশংসা করেছে এবং এটি সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

/এমএ

Exit mobile version