Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

ছবি: এ কে নোমান, জনতার বার্তা।

মো: এ কে নোমান, নওগাঁ: নওগাঁ শহরের দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোমেনা খাতুন (৫২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন নওগাঁ সদর উপজেলার সোনালিয়া গ্রামের সমসের আলীর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হন মোমেনা খাতুন। তিনি একটি অটোরিকশাযোগে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দয়ালের মোড়ে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে সড়ক দুর্ঘটনা রোধে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

/এমএ

Exit mobile version