এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে ২ জানুয়ারি পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, ইএসডিও, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ, সমাজসেবার নিবন্ধনপ্রাপ্ত উদয় সমাজ উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতা ও অংশগ্রহণে এক মনোজ্ঞ ওয়াকাথন ও মুক্ত আড্ডার আয়োজন করা হয়।
প্রথমে বেলা ১১ টায় উপজেলা সড়কে ওয়াকাথন অনুষ্ঠিত হয়। পরে সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। মুক্ত আড্ডায় ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার সামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, আনসার ভিডিপি প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, দিলরুবা খানম দোলা, সাজিদ বিল্লাহ, রিজু আহমেদ, আবু হাসান, আবু হোসেন, রাহিমুল ইসলাম, পিড়লডাঙ্গা দারুল হিদায়ার পরিচালক ইনআমুল হক মাদানী, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শারমীন আকতার সুরভী, ইএসডিও উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামান চৌধুরী, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি আরিফা খাতুন, উদয় সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক মাহফুজার রহমান পলাশ।
মুক্ত আড্ডায় বক্তারা সমাজসেবার গুরুত্ব ও মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও সমাজের উন্নয়নে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
সবশেষে ওয়াকাথনে বিজয়ী রিফাতুল হাসান চৌধুরী সৈকত, দিলরুবা খানম দোলা ও শাহরিয়ার মাহমুদকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এদিনের অনুষ্ঠানটি সামাজিক সেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা
