Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধামইরহাটে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ধামইরহাটে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি সকালে উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া দুই দিনের এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

মেলার উদ্বোধনের পর মোসা. ইসকিতা আফরিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার মো. তৌফিক আল জুবায়ের, প্রাণীসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকারসহ অনেকে।

মেলায় ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

/এমএ

Exit mobile version