Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধামইরহাটে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ধামইরহাটে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ এ কে নোমান,নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ১৩ বছর বয়সি নাবালিকা মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহেদী হাসান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ জানুয়ারি সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর মাদরাসা পাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত আসামি সাহাপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। ঘটনায় মেয়ের মা মোসা. সাবানা বেগম বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করলে ওইদিন থানা পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সাহাপুর এলাকার আবু দাউদের স্কুল পড়ুয়া মেয়ে ঘটনার দিন প্রতিবেশী মেহেদী হাসানের বাড়িতে রাখা ফ্রিজ থেকে মাছ আনতে যায়। এমন সময়ে মেহেদী হাসান কৌশলে স্কুল পড়ুয়া ওই নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে মেয়ের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০, তারিখ-১৪/১/২৫ ইং।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় আসামিকে মামলা দায়েরের মাধ্যমে বুধবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

/এমএ

Exit mobile version