Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

গুরুদাসপুরে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষনের দায়ে ধর্ষক গ্রেপ্তার

গুরুদাসপুরে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষনের দায়ে ধর্ষক গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় শুভ আলী (১৯) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পম-পাথুরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। এঘটনায় সোমবার ( ১৮ নভেম্বর) দুপুরে শিশুটির মা থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নিজ বাড়ি থেকে ধর্ষক শুভকে গ্রেফতার করেন থানা পুলিশ। গ্রেফতারকৃত শুভ ওই গ্রামের সুজন আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়- গত রোববার দুপুরের দিকে শিশুটি পাশ্ববর্তী বাড়ির চাচার দোকানে বিস্কুট কেনার উদ্দেশ্যে বের হয়। বিস্কুট কেনার পর বাড়ী ফেরার পথে দোকানদার শুভ তাঁকে ডাকে নিয়ে চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভেতরে প্রবেশ করিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তাঁকে ছেড়ে দেয় ধর্ষক শুভ । পরে শিশুটি বাড়ী গিয়ে কান্নাকাটি করতে থাকলে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা খুলে বলে তাঁর মাকে।

এমতাবস্থায় শিশুটির অবস্থা খারাপ হলে সন্ধ্যার দিকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার অক্সিন বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।  

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এঘটনায় সোমবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ঘটনার অভিযুক্ত ধর্ষক শুভকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ সোহাগ আরেফিন/এমএ

Exit mobile version