Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তীব্র তাপপ্রবাহে ঈশ্বরদী সাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): তীব্র তাপদাহ ও অসহ্য গরমে বিপর্যস্থ পাবনার ঈশ্বরদীর জনজীবন। গত ১২ দিন ধরে ঈশ্বরদীতে মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপদাহ বয়ে চলেছে।

তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। ফলে ঈশ্বরদী সাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ।

কমপ্লেক্সে নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি ৎ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। তবে তাপদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছেন বয়স্ক ও শিশুরা।

এ বিষয়ে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম শামীম জানান, তীব্র রোদ ও গরমের কারণে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে প্রায় আট শতাধিক রোগীকে শুধু আউটডোরে চিকিৎসা দিতে হচ্ছে।

তবে সাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ঔষধের মজুদ থাকায় রোগীদের উপযুক্ত চিকিৎসা সেবা হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।

Exit mobile version