Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে বাঁশঝাড়ে মিলল যুবকের ম’রদেহ

ঈশ্বরদীতে বাঁশঝাড়ে মিলল যুবকের ম'রদেহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে টিপু প্রামাণিক (৪১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।

চরকুরুলিয়া গ্রামের রকিব উদ্দিন বলেন, শনিবার রাতে পাবনায় শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি চরকুরুলিয়ায় ফিরছিলেন টিপু প্রামাণিক। রাত সাড়ে ১০টার দিকে চরকুরুলিয়া হাটের পাশে সাবেক ইউপি সদস্য মাহফুজা খাতুনের বাড়ির সামনে বাঁশঝাড়ে গর্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক সুজন কুমার বলেন, এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গর্তে পড়ে মারা যেতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিয়াম রহমান/এস আই আর

Exit mobile version