Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পাবনায় বৃষ্টি উপেক্ষা করেই চলছে শিক্ষার্থীদের বি’ক্ষো’ভ কর্মসূচি

পাবনায় বৃষ্টি উপেক্ষা করেই চলছে শিক্ষার্থীদের বি'ক্ষো'ভ কর্মসূচি

ঈশ্বরদী (পাবনা): সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে পাবনায় বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সব শিক্ষার্থী হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে স্লোগান দেন। পরে বিভিন্ন শিল্পী দেশাত্মবোধক গান গেয়ে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন।

বিক্ষোভ মিছিলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিলের শুরুতেই পুলিশ, বিজিবিসহ বিভিন্ন ধরনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান গ্রহণ করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে চলে গেছে।

সিয়াম রহমান/এস আই আর

Exit mobile version